চট্টগ্রাম

মাছ ব্যবসায়ীদের ৩ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম: বাকিতে মাছ কিনে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলো- আল আমিন নোমান (৩৯) ও কাউছার আহমেদ সাগর (৩৫)।

পুলিশ জানায়, নগরের সদরঘাট এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন এন এন ফিশ নামে একটি প্রতিষ্ঠানে নোমান ও সাগর কমিশনে ব্যবসা দেখাশোনা করতেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত থেকে আট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর তিনি গা ঢাকা দেন।

পরে ব্যবসায়ীরা নোমান ও সাগরের কাছে পাওনা টাকা দাবি করলে তারাও অস্বীকৃতি জানান। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ইসমাইলকে প্রধান আসামি করে তিন জনের নামে সদরঘাট থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস জাহান বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগে নোমান ও সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন এখনও পলাতক। তিনি দেশের বাইরে আছেন বলে আমরা জানতে পেরেছি। গ্রেপ্তার দুইজন ওই প্রতিষ্ঠান দেখাশোনা করেন এবং ইসমাইলের নিকটাত্মীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d