মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবার উদ্বোধন
‘মাটির কাছে মানুষের কাছে’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম বারের মতো ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান ভূমি সেবার বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন।
ভ্রাম্যমান ভূমি সেবার মধ্য দিয়ে পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন বলেন, দালালদের দৌরাত্ম্য ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমান ভূমি সেবাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদে ভূমিসংক্রান্ত সকল সেবা কার্যক্রম চলবে বলে তিনি জানান।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পাহাড়ের দুর্গমতার কারণে যাতায়াতে কিছু জটিলতা হয় সেজন্য মাটির সেবা মাটির মানুষের কাছে দিতে এটি একটি অনন্য উদ্যেগ। সাপ্তাহের একটি দিন হলেও জনগণের দোড় গোড়ায় গিয়ে ভূমি অফিস সেবা দিবে।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভূমি সমস্যায় অনেক ভোগান্তি রয়েছে। এসব সমস্যা সমাধান করতে এরকম উদ্যোগ সবুজ পাহাড়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।