মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, কাজ শুরু ডিপোর সিঅ্যান্ডএফ কর্মচারীদের
নগরের বেসরকারি কনটেইনার ডিপো এসএপিএলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে তিনটি ডিপোর সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২১ মে) এসএপিএলের ২টি, ইস্পাহানি কনটেইনার ডিপোতে কর্মবিরতি শুরু হয়।
বুধবার (২২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের সভাপতিত্বে ত্রিপক্ষীয় সভায় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর কাজে যোগ দেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
এর ফলে অচলাবস্থার অবসান হয় বেসরকারি তিনটি কনটেইনার ডিপোতে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু জানান, সিঅ্যান্ডেএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছিল। আজ বুধবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনারের সভাপতিত্বে বিজিএমইএ, বিকডার প্রতিনিধির উপস্থিতিতে সভা হয়। এতে সিদ্ধান্ত হয় তিন দিনের মধ্যে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে ডিপো কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহার করা হবে। এতে সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজে যোগদানের সিদ্ধান্ত নেন।
সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো. খায়রুল বাশার মিল্টন জানান, কাস্টম হাউসে সভা হয়েছে। এতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা কাজে যোগ দিয়েছি।