চট্টগ্রাম

মাসের প্রথম কর্মদিবসে পেনশন পাচ্ছেন ৮ লাখ পেনশনার

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক এএইচএম শামসুর রহমান বলেছেন, গণশুনানির মাধ্যমে সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে।

মাসের প্রথম কর্মদিবসে সরকারি কর্মচারীরা এখন ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন। সম্মানিত পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে।
এতে সেবাগ্রহীতাদের সুযোগ অনেক বেড়েছে। বর্তমানে ৮ লাখ পেনশনার ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসে পেনশন পাচ্ছেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার (২০২৩-২৪) আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে সেবা প্রদান প্রক্রিয়া সহজ করতে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

রোববার (৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সেবাগ্রহীতাদের সঙ্গে এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকতিদার আলম। চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এসএম মনজুর আহমেদ স্বাগত বক্তব্য দেন। অফিসের সার্বিক কমকাণ্ডের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস জিনিয়া আকতার সুপতা।

মোহাম্মদ ইকতিদার আলম বলেন, সরকারি অফিসে সেবা প্রদানের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) যে অঙ্গীকার করা হয় তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা গণশুনানির মাধ্যমে তা মূল্যায়ন এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা গেলে তা সমাধানের চেষ্টা করা হয়।

এসএম মনজুর আহমেদ বলেন, হিসাবরক্ষণ অফিস সরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক দাবি পরিশোধের পাশাপাশি ভ্যাট, ট্যাক্স আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি সরকারে আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে আর্থিক বিধি-বিধান পরিপালনের জন্য সেবাগ্রহীতাদের আহবান জানান।

গণশুনানিতে ৯ এপিবিএন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, বিআইডিআইডি ফৌজদারহাটের পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নীলুফা ইয়াসমিন চৌধুরী, রেলওয়ে পুলিশের এএসপি ঊর্মি দেব, বাংলাদেশ কোস্ট গার্ডের সরবরাহ কর্মকর্তা লেফটেন্যান্ট এম নিজাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নীপা, পরিবহন অডিট অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মোহসেনুল আলম, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, পেনশনার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুর রশীদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, এসএম খালেদ, এবিএম ওয়াজি উল্লাহ চৌধুরী, সুনীল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d