চট্টগ্রাম

মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর, ৭ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার দারবক্স ভূঁইয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজারটাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো- সুজত আলীর ছেলে এলাহি বক্স, ছানা উল্লাহর ছেলে শহীদ উল্লাহ, এরাদল্লাহর ছেলে স্বপন, লিটন, মৃত সাইফুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার ও ফেরদৌসের স্ত্রী খালেদা আক্তার।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে এলাহি বক্সের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে ওই বাড়ির ৫টি বসতঘর ও একটি ভবনের আংশিক ক্ষতি হয়। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের টিম লিডার আবুল বশর পাঠান বলেন, ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সময়মতো না পৌঁছালে পার্শ্ববর্তী ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, জেলা প্রশাসক বরাবর ক্ষতিগ্রস্থদের নামের তালিকা পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়ার পর ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে তা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d