চট্টগ্রাম

মিরসরাইয়ে ঠিকাদার ও যুবলীগ নেতার উপর হামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় জামশেদ আলম ( ৩৮) নামে এক ঠিকাদারকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বিত্তরা। এসময় মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ (৪৫) আহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় মিঠানালা ইউনিয়নের সাধুর বাজার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জামশেদ আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজ সড়কের উন্নয়ন কাজ পায়। বুধবার দুপুরে সড়কের দুইপাশে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় সড়ক বন্ধ হয়ে যায়। এসময় স্থানীয় রাকিব নামের একজন মোটরসাইকেল নিয়ে এসে পথ বন্ধ দেখে বাকবিতন্ডায় জড়ায় ঠিকাদার জামশেদের সাথে। এসময় জামশেদ রাকিবকে চড় থাপ্পড় দেয়। রাকিব দুপুরে চলে গিয়ে রাত সাড়ে ৯টার সময় দলবল নিয়ে এসে জামশেদ এর উপর হামলা চালায়। এসময় জামশেদকে মারতে দেখে উদ্ধার করতে এলে মাসুদও হামলার শিকার হয়।

মঘাদিয়া ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ জানান, বুধবার দুপুরে জামশেদের সাথে রাকিবের বাকবিতন্ডার জেরে রাত ৯টার দিকে তাঁরা সদলবলে ( রাকিব) জামশেদের উপর হামলার আভাস পেয়ে আমি জামশেদকে আমার গাড়িতে তুলে ফেলি। এরপরও রাকিবের লোকজন তাকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে আহত করে। এসময় আমার উপরও হামলা করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম ছুটে যায়। এই ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d