মিশর সীমান্তে ইসরায়েলের হামলা, জানাল ভুলে হয়েছে
ইসরায়েলের ট্যাঙ্ক থেকে ছোড়া একটি শেল মিশর সীমান্তে আঘাত হেনেছে। এতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছে। উভয় দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
গতকাল রোববার এ ঘটনা ঘটে। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনাকে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। যে এলাকায় শেলটি আঘাত হেনেছে সেটি গাজা উপত্যকা সীমান্তের কাছে অবস্থিত।
কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করবে ইসরায়েল বাহিনী। এছাড়া এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
মিশর সেনাবাহিনীর একজন মুখপাত্র এ ঘটনার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কতজন এতে আহত হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, মিশর সীমান্তে অ্যাম্বুলেন্স রাখা ছিল, সেখানেই ওই শেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক ও আল জাজিরার সিনিয়র রিপোর্টার মারওয়ান বিসারা বলেন, এ ঘটনায় ইসরায়েল ও মিশরের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে।
মিশরের রাফাহ সীমান্ত দিয়ে দ্বিতীয় চালালে ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের ট্যাঙ্ক থেকে এ শেল ছোড়া হয়েছে।
প্রথম ধাপে এ সীমান্ত দিয়ে ২০ ট্রাক খাদ্য পণ্য গাজায় প্রবেশ করে। তবে এ খাবার পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জাতিসংঘ। তার মতে গাজায় এখন ১০০ ত্রাণবাহী ট্রাক দরকার।