মেয়ের বাবা হলেন নেইমার, নাম ‘মাভি’
দ্বিতীয় সন্তানের বাবা হলেন নেইমার জুনিয়র। মেয়ে এল ফুটবলার নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের। শনিবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন নেইমার। যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে।
ক্যাপশনে লেখা, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’
এর আগে, চলতি বছরের জুনে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন, তাদের ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে।