যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য সীমান্ত খুলে দিচ্ছে মিশর
যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্লিঙ্কেন বলেন, রাফা ক্রসিং আবারও খুলে দেয়া হবে। আমরা জাতিসংঘ, মিশর, ইসরাইল ও অন্যদের সাথে আলোচনা করে এমন একটি ব্যবস্থা তৈরি করছি যার মাধ্যমে মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া যায়।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রবীণ মার্কিন কূটনীতিক ডেভিড স্যাটারফিল্ডকে রোববার মধ্যপ্রাচ্যের মানবিক সহায়তার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার ডেভিড স্যাটারফিল্ড মিশরে পৌঁছে এই উদ্যোগের বাস্তবায়ন করবেন বলে জানান ব্লিঙ্কেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে বলছেন, আমি আত্মবিশ্বাসী যে, ইসরাইল যুদ্ধের নিয়ম মেনেই গাজায় অভিযান চালাবে।
এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে মার্কিন চ্যানেল এনবিসি নিউজ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় রাফা ক্রসিং খুলে দেয়া হবে। বিস্তারিত তথ্য না দিয়েই এবিসি জানিয়েছে, সোমবার কয়েক ঘণ্টার জন্য এ ক্রসিং খোলা থাকবে।
এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
সবশেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৭০০ ফিলিস্তিনি। এসব হামলায় আহত এরইমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে।