রাউজানে মন্দির ভাঙচুর মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে একটি মন্দির ভাঙচুরে ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত দুই আপন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাউজান থানার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম রাউজান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, রাউজান সদর ইউনিয়নের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের মিয়াজান মাঝির বাড়ীর দুই ছেলে মো. নেজাম উদ্দিন, মো. জামাল উদ্দিন।
পুলিশ জানায়, ২০০৮ সালে রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের মাঝিপড়া এলাকায় একটি মন্দির ভাংচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়।২০১৯ সালে দুইজনের প্রত্যেককে ২ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মন্দির ভাঙচুর মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।করা হয়েছে।