রাঙামাটিতে চোলাইমদসহ ২ নারী আটক
রাঙামাটি: জেলায় পুলিশের অভিযানে চোলাই মদসহ দুই নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
আটক নারীরা হলেন আনোয়ারা বেগম আনু (৫২) ও শিরিন বেগম (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীর স্ক্রাব কলোনিতে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।