রাঙামাটিতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদ
বিএনপির সমাবেশ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি কোর্ট বিল্ডিং সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিপি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, অ্যাডভোকেট প্রতীম রায় পাস্পু, অ্যাডভোকেট দুলাল সরকার, অ্যাডভোকেট তোষণ চাকমা। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় সংসদ সদস্য বলেন, বিএনপি আইন মানে না, বিচারকের বাসভবনে হামলা করেছে। সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, পিটিয়ে পুলিশ হত্যা করেছে। আমরা তাদের এহেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, ‘বিএনপি সন্ত্রাসী কায়দায় প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, পুলিশ হত্যা করেছে। মোটকথা তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। অতীতে কেউ বিচার বিভাগের ওপর হামলার সাহস দেখায়নি।’