জাতীয়

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. ইব্রাহিম (৩৩) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো. ইব্রাহিম (৩৩), তার সহযোগী মো. ইকবাল হোসেন (৩৫), মো. মাসুম (২২) ও মো. রাসেল শাহ (২৭)। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d