রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক
আজ রোববার থেকে বিএনপির দ্বিতীয় দফার অবরোধ শুরু হয়েছে। তবে অবরোধের প্রথম দিনে রাজধানীতে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। বাস চালকরা বলছেন, জীবিকার তাগিদে শঙ্কা নিয়েই রাস্তায় নেমেছেন তারা।
সকাল থেকে যানবাহন চলাচল আগের তুলনায় বেড়েছে।একই সঙ্গে যাত্রী উপস্থিতিও লক্ষ করা গেছে বিভিন্ন পয়েন্টে।এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো দ্বিতীয় দফায় অবরোধের ডাক দেয়। এবার তারা রোববার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।
যদিও অবরোধের আগের দিন শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ৯ বাসে আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। এর মধ্যে রাজধানীতেই ৬টি বাস পোড়ানো হয়েছে।
রাজনীতির উত্তাপ রাজপথে ছড়িয়ে পড়ায় আগুন সন্তাসের ভয়ে শঙ্কিত সাধারণত মানুষ। আর শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে বাস চালাতে হচ্ছে বলে জানান চালকরা।
সায়দাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, দূরপাল্লার বাসে যাত্রী কম, তবুও তারা বাস চালাবে। বসে থাকলেও আগুন দেওয়া হয় বাসে।