পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে ২ ঘণ্টাব্যাপী গোলাগুলি, থমথমে পরিস্থিতি

রাঙামাটির রাজস্থলীতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার তৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার সকালে উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া ম্রংখ্য পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে আঞ্চলিক দুই দলের মধ্যে ঘন্টা দুয়েক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, আমি যতটুকু জানি পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমার নেতৃত্বাধীন (জেএসএস) ও মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পরিস্থিতি থমথমে বিরাজ করায় ঘটনাস্থলে এখনো যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়ে আনসারুল করিম আরও বলেন, ‘ কি পরিমাণ গুলি বিনিময় হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো পাইনি, তবে কেউ কেউ বলছে ৩-৪শ’ আবার কেউ বলছে ১ হাজার রাউন্ডের বেশি।’

স্থানীয় সূত্র থেকে জানা যায়, এ ঘটনায় দুই পক্ষের প্রায় ১ হাজার রাউন্ডের বেশি গুলি বিনিময় হয়েছে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d