রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা
ঢাকা: রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।শনিবার (২৮ অক্টোবর) ৩ টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট পাঠানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ জানিয়েছেন, শনিবার (২৮ অক্টোবর) ৩টা ৮ মিনিটে আমরা সংবাদ পাই।সড়কে প্রচণ্ড প্রতিবন্ধকতার কারণে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে পারেনি। পুলিশও গার্ড দিয়ে নিয়ে যেতে পারছে না।
এর আগে রাজধানীর কাকরাইল এবং পল্টন এলাকায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর ঘটনাস্থলে থেকে সরে গিয়ে পুলিশ পুরানা পল্টন মোড়ে অবস্থান নেয়। তার আগে কাকরাইলে পুলিশবক্স ভাঙচুর এবং বিজয়নগরে পুলিশের গাড়িতে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা।