রাজ-বুবলি জুটির সিনেমার পোস্টার প্রকাশ
অভিনেত্রী শবনম বুবলি ও শরিফুল রাজ জুটি হয়ে অভিনয় করেছেন ‘দেয়ালের দেশ’ সিনেমায়। মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহাদত হোসেন, স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক প্রমুখ।
আজ সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সিনেমাটির পরিচালক মিশুক মনি বলেন, ‘সিনেমাটির গল্প আমার মাথায় এসেছে ৫ বছর আগে। তখনই আমি সেটা লিখতে শুরু করি। এরপর ২০২০ সালে এটা অনুদানের জন্য জমা দেই। ২০২১ সালের মাঝে সিনেমাটি অনুদান পায়। গত বছর আমরা শুটিং শুরু করি। এই সিনেমায় রাজ ও বুবলীকে একেবারেই ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি।’
শরিফুল রাজ বলেন, ‘এই সিনেমায় কাজ করার পেছনে সবচে বড় অবদান স্ক্রিপ্টের। অনুদানের সিনেমা মানেই আমরা ধরে নেই ভিন্ন কিছু। কিন্তু সিনেমাটি অনুদানের সিনেমা হলেও মাত্রাটা একেবারে ভিন্ন।’
শবনম বুবলি বলেন, এই সিনেমাটির স্ক্রিপ্ট হতে পেয়েই কাজের জন্য রাজি হয়েছি। কারণ, গল্প পড়েই আমার খুব ভাল লেগেছে। এই সিনেমা না দেখা পর্যন্ত দর্শক বুঝবে না যে এখানে আমরা কী করেছি। সবকিছু মিলে দুর্দান্ত একটা কিছু হবে আশা করি।’