পার্বত্য চট্টগ্রাম

রামগড়ে অসহায় মেধাবী শিক্ষার্থীরা পেল আর্থিক সহায়তা

রামগড় শহর সমাজসেবার উদ্যোগে কলেজ ও সিনিয়র মাদ্রাসার ১৯০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে রামগড় সরকারি কলেজের ১৭০ জন ও সিনিয়র মাদ্রাসার ২০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে জন প্রতি ২ হাজার টাকা হারে ৩ লাখ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রামগড় সরকারি ডিগ্রি কলেজে এ আথির্ক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুসার কারবারি।

কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, কলেজের প্রভাষক মো. মনির হোসেন মজুমদার, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গরিব, মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান দিচ্ছে। এই টাকা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয় কাজে ব্যয় করে তাদের শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মন দিয়ে লেখা পড়া করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d