রামগড়ে ভারতীয় আতশবাজি-ওষুধ জব্দ
খাগড়াছড়ির রামগড়ে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ জুন) দিবাগত রাতে রামগড়ের ফেনী নদীরকুল এবং বাগানবাজারের রুহুল আমিন চর থেকে এসব জব্দ করা হয়।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, পৃথক অভিযানে রামগড় থানার সীমান্ত ফেনী নদীরকুল থেকে মালিকবিহীন ৪৭ হাজার ২১৬ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় আতশবাজি ও বাগানবাজারের রুহুল আমিন চর ফেনী নদীরকুল থেকে মালিকবিহীন ১৩ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। সীমান্তে মাদকসহ যেকোনো অবৈধ পণ্যের অপতৎপরতারোধে বিজিবি সচেষ্ট রয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।