রাশিয়ায় অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে উত্তর কোরিয়া: যুক্তরাজ্য
রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থন দেয়ার পাশাপাশি উত্তর কোরিয়া ক্রেমলিনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারীতে পরিণত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মজুদ অস্ত্রের পরিমাণ কমে আসছে, ঠিক এমন সময় উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সাহায্য পাচ্ছে মস্কো। বৃহস্পতিবার এ বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করেছে লন্ডন। খবর এনএইচকে’র।
উত্তর কোরিয়ার অস্ত্র পাওয়ার পর রাশিয়া আবারও পূর্বাঞ্চলীয় দোনেৎস্কসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আক্রমণ জোরদার করছে বলে মনে করছে যুক্তরাজ্য।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরান ও বেলারুশের পর উত্তর কোরিয়া শিগগিরই রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিদেশি অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হতে পারে।
এরইমধ্যে উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ রাশিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে পৌঁছে গেছে বলেও দাবি যুক্তরাজ্যের।
এর আগে গেলো সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়া সফরে যান। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তিনি।
সেসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দাবি করেছিল, কিমের রাশিয়া সফরের মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে পুতিন প্রশাসন। পাশাপাশি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে পিয়ংইয়ং।
যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া এ তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছিল, কিম এবং পুতিন তাদের বৈঠকে ‘সন্তোষজনক’ এক চুক্তিতে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কানাঘুষা চলছে তা সঠিক নয়।
কিমের রাশিয়া সফরের সময় উত্তর কোরিয়া সামরিক বিষয়ে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো চুক্তিতে সই করেনি।