রোটারি ক্লাবের উদ্যোগে নগরীতে সেলাই মেশিন বিতরণ
চট্টগ্রাম নগরীতে রোটারি ক্লাবের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি নগরের সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এরিস্টোক্রেটের রোটাবর্ষের ষষ্ঠ সভায় সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও সেক্রেটারি রোটারিয়ান মো. শামীম রেজার পরিচালনায় সভায় অতিথি ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, আইপিপি রোটারিয়ান ডা. জয়নাল আবেদীন মুহুরী, সিপি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, অ্যাডভোকেট জুবাইর হোসেন শিবলু পিপি রোটারিয়ান মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, রোটারিয়ান নাজমুল বিন আবেদীন, নোমান বিন জহির উদ্দীন প্রমুখ।
এ সময় ক্লাবের বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীকে বিশেষ সম্মানায় ভূষিত করা হয়। তিনি রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের জন্য আন্তর্জাতিক সম্মাননা দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।