কক্সবাজারচট্টগ্রাম

রোহিঙ্গা শিবির থেকে ৬ অস্ত্রসহ আরসার পাঁচ সন্ত্রাসী আটক

উখিয়ায় ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মোছারখোলা পাহাড়ি এলাকা থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আটকরা হলো- উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), একই ক্যাম্পের এইচ-৭ ব্লকের আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), এইচ-১২ ব্লকের মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), এইচ-৫ ব্লকের মো. বাশারের ছেলে মো. আইয়ুব (২২) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২৫ ব্লকে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (২০)।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতা বেড়ে যাওয়ায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্ক্ষলাবাহিনী নজরদারি ও অভিযান জোরদার করে।

বৃহস্পতিবার ভোরে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল আরসার সদস্য বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশে অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আরসার ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

পরে সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশিয় তৈরি বিভিন্ন ধরণের ছয়টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা সকলেই আরসার সক্রিয় সদস্য। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক আবুল হোসেন আরসার সহযোগী হিসেবে কাজ করত। তারা খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d