কক্সবাজার

র‍্যাব পরিচয়ে ছিনতাই করতেন তারা

র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা নাগরিককে ভয়ভীতি দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় তিন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক সেট ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, র‍্যাব পরিচয় পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন— গোপালগঞ্জ কাশিয়ানী রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২) ও খুলনার কয়রা আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, তিনজন রোহিঙ্গা নাগরিককে ভয়ভীতি দেখিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d