লন্ডনে বসে ধ্বংসাত্মক দিকনির্দেশনা দিচ্ছে তারেক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছে। একজন পলাতক দণ্ডিত আসামি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় সভ্য দেশ হিসেবে যুক্তরাজ্যের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা মানবাধিকারের কথা বলে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগসাজশে সপরিবারে হত্যা করার পর মোশতাক-জিয়াচক্র এদেশকে আবারো পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর ছিল। কিন্তু ইতিহাসের অনিবার্য নিয়মে তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশ্বাসঘাতক খোন্দকার মোশতাকের মৃত্যুর পর তার জানাজায় মানুষ তো দূরের কথা একটি কাকপক্ষীও শরিক হয়নি। সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের লাশ এক খণ্ড মাংসপিণ্ডে পরিণত হয়। এটাই হলো ইতিহাসের অনিবার্য পরিণতি। এখনো যারা বাঙালি জাতিসত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরও পরিণতি একই হবে। এটাই ইতিহাসের শিক্ষা।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে ও শওকত আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের অধ্যাপক মো. আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, সাবের আহমদ সওদাগর, লুৎফুল হক খুশি প্রমুখ।
১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের সভাপতিত্বে ও আসলাম হোসেন সওদাগরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, নগর আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন প্রমুখ।