চট্টগ্রাম

লাইসেন্স ছাড়া চালানো ২১ গাড়িকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ২১ গাড়িকে ১৭ মামলায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএর দুটি ভ্রাম্যমাণ আদালত শনিবার (২০ এপ্রিল) সারাদেশের ন্যায় চট্টগ্রামেও এ অভিযান চালায়।

দুটি আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না ও কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন ও বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে ১৭টি মামলা করেন। এসব যানবাহনকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে রেজিস্ট্রেশন না থাকায় তিনটি ট্রাক ও একটি বাসকে পরিত্যক্ত ঘোষণা করে পুলিশের কাছে পাঠান।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, বিভিন্ন যানবাহনকে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d