লোহাগাড়ায় অবৈধ ৪ করাতকল বন্ধ করেছে বনবিভাগ
চট্টগ্রামের লোহাগাড়ায় লাইসেন্স বিহীন ৪টি করাতকল বন্ধ করে দিয়েছে বনবিভাগ। এসময় কিছু চোরাই গোল কাঠ জব্দ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘি এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, উপজেলার পদুয়া ঠাকুরদীঘি বাজার এলাকায় অবৈধভাবে পরিচালিত ৪ টি করাতকলে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানকালে এসব করাতকল থেকে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।