লোহাগাড়ায় ৬০ শতক সরকারি জমি উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৬০ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ডিসি সড়ক সংলগ্ন পুটিবিলা গৌড়স্থান গজালিয়া দিঘির পূর্ব পাশে ও হাসানা ভিটা সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
তিনি বলেন, সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা সরে না যাওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি প্রশাসনের দখলে নেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কানুনগো মিজানুর রহমান, চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইদ্রিস, লোহাগাড়া থানার এসআই নয়ন, স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।