জাতীয়স্লাইডার

শেখ হাসিনার জয় জনগণের আস্থার প্রমাণ: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আগামী বছরগুলোতে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার ও সুসংহত হবে।

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। খবর ন্যাশনাল হেরাল্ডের

প্রেসিডেন্ট দফতর থেকে পাঠানো বিবৃতিতে রনিল বিক্রমাসিংহে বলেন, তিনি আস্থা প্রকাশ করেন, তার (শেখ হাসিনা) প্রজ্ঞা ও অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য অব্যাহত থাকবে।

শ্রীলঙ্কার সরকার ও জনগণের পক্ষ থেকে রনিল বিক্রমাসিংহে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগের জয়ে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত কল্যাণ এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

প্রধানমন্ত্রীকে জাপানের অভিনন্দন

বাংলাদেশে সাধারণ নির্বাচনের সময় সংঘটিত ‘ভীতি প্রদর্শন ও সহিংসতার ঘটনার’ নিন্দা জানিয়েছে ব্রিটেন। সোমবার (৮ জানুয়ারি) দেশটি বাংলাদেশে বিরোধী দলের সদস্যদের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য। একই মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d