সংসদে পাস হলো কাস্টমস বিল-২০২৩
কাস্টমস বিল-২০২৩ এর অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। একইসঙ্গে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল-২০২৩ পাশ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে বিল দুইটি পাশ হয়েছে।
এর আগে সংসদ সদস্যরা বিল দুটি নিয়ে আলোচনা করেন। পরে কন্ঠ ভোটে তা পাশ হয়। বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। আইন প্রণয়ন কার্যাবলীর অংশে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল-২০২৩ উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তা অনুমোদন দেয় সংসদ। পরে অর্থমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কাস্টমস বিল-২০২৩ অনুমোদনের জন্য উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে ১৯৬৫ সালের কাস্টমস অ্যাক্ট রহিত করে নতুন বিলটি পাশ হয়।