চট্টগ্রাম

সম্মিলিত পরিষদকে পূর্ণ প্যানেলে জয়ী করার আহ্বান

আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর আগ্রাবাদ, দেওয়ানহাট ও মনছুরাবাদ এলাকায় তারা বিভিন্ন তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা চালান।

এ সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত পরিষদের প্রার্থী বিজিএমইএ’র বর্তমান সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ), বর্তমান পরিচালক এম. আহসানুল হক, (এমহিকো ফেব্রিক্স প্রা. লি.), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্ লি.), আমজাদ হোসেন চৌধুরী (হাই-ফ্যাশন লিমিটেড), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম অ্যাপারেলস্ লি.), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্টস্ ইন্ডা. লি.), মো. আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্ লি.) ও গাজী মো. শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্ ইন্ডাস্ট্রিজ লি.)।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এ.এম. শফিউল করিম খোকনসহ বিভিন্ন পোশাক শিল্পের সম্মিলিত পরিষদ-মনা মালিকবৃন্দ।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা, রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই শিল্পকে আরো বিনিয়োগবান্ধব করতে আগামী ৯ মার্চ বিজিএমইএ নির্বাচনে পরিষদের মনোনীত প্রার্থীদের পূর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পোশাক শিল্পের মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d