আন্তর্জাতিক

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হাইতি

সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল আফ্রিকার দেশ হাইতি। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে হাজার হাজার মানুষ নামেন আন্দোলনে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের অভিযোগ, অপরাধ সামাল দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। ক্ষুব্ধ জনগণের অভিযোগ, দেশের সরকার প্রধান হিসেবে জনকল্যাণে কিছুই করেননি হেনরি। দেশটিতে বেড়েই চলেছে অপহরণ, ছিনতাই, যৌন হয়রানি বা হত্যাকাণ্ডের মতো অপরাধ।

হিসাব অনুসারে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ অপহৃত হয়েছেন। তাদের মুক্তির বিনিময়ে দুর্বৃত্তরা চাইতেন মোটা অংকের অর্থ। ইউনিসেফের তথ্য অনুসারে, অস্থিতিশীল অবস্থার কারণে বাস্ত্যুচুত হয়ে পড়েছেন প্রায় সোয়া তিন লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d