সহজ প্রতিপক্ষ পেয়েও জিততে পারলো না আর্জেন্টিনা
ফুটবল মাঠে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলটি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও রয়েছে দারুণ ছন্দে। পুরুষ দলের মতো মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা নারী ফুটবল দলও। তবে প্যান আমেরিকান গেমসে কোস্টারিকার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো মেসি-ডি মারিয়াদের দেশের মেয়েরা।
সোমবার (২৩ অক্টোবর) চিলির শুশালিত স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কোস্টারিকার মেয়েরা। টুর্নামেন্টে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি।
ম্যাচে দুই দলই পর্যপ্ত আক্রমণ চালালেও কারো জালে বল জড়াতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও কোস্টারিকা। নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে রয়েছে আর্জেন্টিনা আর কোস্টারিকার অবস্থান ৪৩।
তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও জয় তুলে নিতে পারেনি মেসির দেশের মেয়েরা। ড্রয়ে এক এক পয়েন্টটে আর্জেন্টিনা গ্রুপ টেবিলের প্রথম স্থানে ও কোস্টারিকা দ্বিতীয় স্থানে।
আর্জেন্টিনা ও কোস্টারিকা ছাড়াও ‘বি-গ্রুপে’ তাদের অপর প্রতিপক্ষ বলিভিয়া ও আমেরিকার নারীরা।