চট্টগ্রাম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ রাউজানে মানববন্ধন

বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব।

বুধবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে ‘প্রেস ভেস্ট’ পরে হামলা চালানো ওই নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এতেপ্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে সাংবাদিকদের উপর হামলা করেছে। তারা রাজনীতির অন্তরালে চিহ্নিত সন্ত্রাসী লালন পালন করছে।এসব চিহ্নিত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে পুুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রেস স্টিকার সম্বলিত জেকেট পড়ে গাড়িপোড়ানো সন্ত্রাসীরা সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়ে দেশের জান-মাল ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d