খেলা

সাকিব থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চাইছে পাকিস্তান (ভিডিও)

বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল। যা নিয়ে বিশ্বকাপের সময় ক্রিকেট মহলে প্রচুর আলোচনা হয়। কেউ কেউ সাকিবকে সমর্থন করলেও কেউ আবার সাকিবের সমালোচনা করেছিলেন। সাকিবের করা সেই আলোচিত আউট অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজে লাগাতে পারে পাকিস্তান।

না, পাকিস্তান টেস্ট দলের নয়া কাপ্তান শান মাসুদ বা পাকিস্তান শিবিরের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে তাদের অনুশীলন দেখে এমন মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সাকিবের করা সেই আউটে সম্ভবত প্রভাবিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফারাজ আহমেদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। এক সতীর্থ আউট হওয়ার পর কিছুটা বেশি সময় নিয়েছিলেন সৌদ শাকিল। উইকেটরক্ষক ছিলেন সরফারাজ। শাকিলকে পিচের দিকে আসতে দেখে টাইমড আউটের আবেদন জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক।

সরফারাজকে আউটের আবেদন করতে দেখে পিচের দিকে দৌড়তে শুরু করেন শাকিল। পিচে পৌঁছে সঙ্গে সঙ্গে ব্যাট করার জন্য প্রস্তুতও হয়ে যান। অথচ তখন প্রতিপক্ষ শিবিরই বল করার জন্য প্রস্তুত ছিল না।

সরফারাজ আবেদন করায় নিয়ম অনুযায়ী আম্পায়ার হাতের ঘড়িতে দেখেন শাকিল ব্যাট করতে আসতে কত সময় নিয়েছেন। সবকিছু খতিয়ে দেখার পর আম্পায়ার জানান, সাকিল আউট নন। নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে এসেছেন। বরং ফিল্ডিং করা দলই প্রস্তুত ছিল না।

যদিও সরফারাজের আবেদনে হুঁশ ফেরায় শাকিলকে সতীর্থেরা সবাই অভিনন্দন জানান। সিনিয়র এক সতীর্থের কাছে খানিকটা ধমকও খেতে হয় তাকে। পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন : ‘সব দ্বন্দ্ব’ মিটে গেছে সাকিব-ম্যাথিউসের!

নিয়ম অনুযায়ী একজন ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটার সর্বোচ্চ ২ মিনিট সময় পান ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে। তার বেশি সময় নিলে টাইমড আউট হতে পারেন প্রতিপক্ষ দল আবেদন করলে। অনেক আগে থেকে এই নিয়ম থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো অধিনায়ক আগে এই নিয়ম ব্যবহার করেননি। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রথম ব্যবহার করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d