চট্টগ্রামচন্দনাইশ

সাঙ্গু নদীতে গোসলে নেমে নিখোঁজ দোহাজারীর স্কুলছাত্র

বন্ধুদের সাথে খেলে সাঙ্গু নদীতে গোসল করতে নেমেছিল আসিফ বাবু নামে নয় বছর বয়সী স্কুল ছাত্র। সবাই গোসল শেষ করে নদী থেকে উঠে এলেও ফেরেনি আসিফ বাবু। জেলে ও পরিবারের সবাই চেষ্টা করেও খুঁজে পায়নি তাকে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চন্দনাইশের দোহাজারীর সাঙ্গু রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি।

নয় বছর বয়সী আসিফ বাবা মার সাথে থাকত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দোহাজারী কালিয়াইশ ১০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের কোয়ার্টারে । তার বাবার নাম সাহেব আলী। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দোহাজারী কালিয়াইশ ১০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের কর্মচারী। শিশু আসিফ সাঙ্গু কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের নিজ বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার শ্যামপুর চিনিকল এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাঙ্গ নদীর চরে আসিফ বাবু ও তার বন্ধুরা ফুটবল খেলে পরে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সবাই গোসল করে উঠলেও আসিফ

পানিতে তলিয়ে যায়। না পেয়ে বন্ধুরা পরিবারে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় জেলে এবং পরিবারের স্বজনরা উদ্ধারের চেষ্টা চালায়।

নিখোঁজ আসিফ বাবুর মা আয়েশা সিদ্দিকা কান্না জড়িত কন্ঠে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্রগ্রাম থেকে ডুবুরি এনে আমার ছেলেকে উদ্ধারের চেষ্টা চালিয়েছি কিন্তু পাইনি।

নদী থেকে শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দোহাজারী কালিয়াইশ ১০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d