চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

সাজেকে বাঙালি যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটির সাজেকের বাঘাইহাট বাজারে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহনের কর্মী বাঙালি যুবক মো. নাঈমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে সাজেকের উজোবাজারের বটতল এলাকায় গণ অধিকার রক্ষা কমিটির আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

কমিটির আহবায়ক অতুলাল চাকমার সভাপতিত্বে এবং সাজেক ইউপি চেয়ারম্যান বাবু ধন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উজোবাজার পরিচালনা কমিটি ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে এমন হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। বাঘাইছড়ি নির্বাচনকে বানচাল ও নিজেদের চেয়ারম্যান প্রার্থীকে জোরপূর্বক বিজয়ী করতে এমনটি করছে আঞ্চলিক একটি সশস্ত্র দল। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে, একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উজোবাজারের বটতলে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মো. নাঈম নামে এক বাঙালি যুবক। তিনি স্থানীয় শান্তি পরিবহনে হেলপারের কাজ করতেন। এসময় আহত হন আরো দুইজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d