সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি, ২ জনকে কারাদণ্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার দায়ে মো. নাইম উদ্দিন (২০) ও মো. ফয়েজ (২০) নামে দুজনকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদেরকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) মধ্যরাতে সাতকানিয়ার সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দিয়েছেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এ বিষয়ে এসিল্যাণ্ড আরাফাত সিদ্দিকী বলেন, গভীর রাতে স্কেভেটর দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করার খবর পেয়ে আমি অভিযান পরিচালনা করি। এসময় নাইম ও ফয়েজ নামে লোহাগড়ার দুই বাসিন্দাকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। জনস্বার্থে বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সাতকানিয়া থানা পুলিশের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।