সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামানো যাবেনা
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সৃষ্টিতত্ত্বে মানুষে মানুষে কোন পার্থক্য নেই। তাই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে যারা এদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চাই তাদের চিহ্নিত করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
গত শুক্রবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ মহানগর, থানা–ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।