সারাদেশে চলছে অবরোধ, বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর বিএনপি-জামায়াতের
সারাদেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা তিনদিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ। অবরোধের প্রথম দিনেই সকাল থেকে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার খবর পাওয়া গেছে।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
অবরোধ সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে গাজীপুরে।গাজীপুরের হারিনালে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সকাল আটটার দিকে একটি মিনি কাভার্ডভ্যান জেলা শহর থেকে কাপাসিয়া থেকে যাচ্ছিল। এ সময় অতর্কিতভাবে ৫-৬ জন যুবক এসে ওই কাভার্ডভ্যান পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কাভার্ডভ্যানের সিটসহ সামনের অংশ পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল হক জানান, আগুনের খবর পেয়ে হারিনাল এলাকায় এসে অগ্নিদগ্ধ গাড়ি খুঁজছি, তবে আমরা আগুন দেয়া গাড়ি এখনো পায়নি। আগুন ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।