অন্যান্য

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুজন প্রধান বিচারপতি!

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বসে বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম।

রোববার (৫ নভেম্বর) সকাল ১১ টা ৪২ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করেন।এসময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিচারকাজে শুরুর পুর্বেই মালদ্বীপের প্রধান বিচারপতিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে দুপুর ১২ টা ৭ মিনিটে তিনি এজলাস ছেড়ে যান।

এর আগে হাইকোর্টের একাধিক বেঞ্চেও বিচারকাজ পরিদর্শন করেন মালদ্বীপের প্রধান বিচারপতি। সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন তিনি।

গতকাল ৪ নভেম্বর সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রধান বিচারপতি। পরে বিকেলে সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ অনিষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d