জাতীয়

সেগুনবাগিচায় পুলিশের মোটরসাইকেলে আগুন দিয়েছে বিএনপি

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পুলিশের মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

এ দিকে বিএনপির সমাবেশ চলাকালীন সময়ে বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে নেতাকমীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পুলিশ সমাবেশের দুদিকে অবস্থান নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু এবং সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা স্টেজ ছেড়ে সমাবেশস্থল থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় পূর্ব ঘোষিত সমাবেশ।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর থেকে কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে মাঠে নামে বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের জেরে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় প্রধান বিচারপতির বাস ভবন থেকে নাইটিঙ্গেল মোড় এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রধান বিচারপতির বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তাদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d