সেন্টমার্টিনে আটকে আছে বিদেশিসহ দেড়শো পর্যটক
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আটকে আছে ভারতীয়সহ প্রায় ১৫০ জনের অধিক পর্যটক। তাদের মধ্যে ১০/১২ জন ভারতের পর্যটক বলে জানা গেছে। বাকিরা দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছেন। ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারা কক্সবাজারে ফিরতে পারছে না।
এর আগে সোমবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়া অফিস থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেয়া হলে সেন্টমার্টিন থেকে প্রায় ১৪০০ পর্যটক ফিরে আসে। কিন্তু দেড়শো পর্যটক স্বেচ্ছায় থেকে যান।
সেন্টমার্টিন টুরিস্ট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাহফুজ রহমান বলেন, দেড়শোর মত পর্যটক দ্বীপে রয়ে গেছে। যাদের মধ্যে ১০/১২ জন ভারতীয় নাগরিক আছে। তাদের অবস্থানরত হোটেল গুলোতে নিরাপত্তা দেয়া হয়েছে। নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিত স্বাভাবিক হলে পর্যটকরা ফিরে যাবেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সাগরে পানি বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অতি ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ চলছে। আর আটকে পড়া পর্যটকদের বিষয়ে খোঁজ রাখা হয়েছে।