চট্টগ্রামনগরজুড়ে

স্ত্রীকে হত্যা করে লাশ ড্রামে ভরে পালানো স্বামী ৯ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীতে নাসিমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী আবুল হোসেন ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার ফেনীর সোনাগাজী উপজেলার রাঘবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন ওই এলাকার হাফেজ আহম্মদের ছেলে। ২০১৪ সালে পাহাড়তলী এলাকার ভাড়া বাসায় স্ত্রীকে হত্যার পর ড্রামে ভরে রেখে পালিয়েছিলেন লিটন।

র‌্যাব জানায়, ২০১৪ সালে চট্টগ্রামে থাকা অবস্থায় বাগেরহাটের পরিচিত মেয়ে নাসিমাকে বিয়ে করে করে গ্রেপ্তার আবুল হোসেন লিটন। কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দিলে ওই বছরের ৩১ মার্চ ঘরের মধ্যে স্ত্রী নাসিমাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরবর্তী লাশ দু’দিন ঘরে পড়ে ছিল। একপর্যায়ে লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্বামী লিটন ২ এপ্রিল পানি রাখার ড্রামে লাশ লুকিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ঘটনার তিনদিন পর বাসা থেকে পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ৪ এপ্রিল ভিকটিম নাসিমার বড় ভাই বাদী হয়ে লিটনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় হত্যা মামলা করে। পরবর্তীতে তদন্ত শেষে সিআইডি আসামি লিটনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল ঘাতক স্বামী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল র‌্যাব। রবিবার ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d