বিনোদন

স্থগিতের পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’

ভালোবাসা ও অ্যাকশননির্ভর গল্পে নির্মিত চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী সায়মা স্মৃতি জুটির প্রথম সিনেমা ‘যন্ত্রণা’। গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। এ লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে ছবির গান, পোস্টার, ট্রেলারও প্রকাশ করা হয়। কিন্তু দেশজুড়ে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর দাপট। ১৩ অক্টোবর থেকে প্রায় সব প্রেক্ষাগৃহে চলছিল এটি।

তাই ছবিটির প্রতি সম্মান জানিয়ে নিজেদের সিনেমার মুক্তি পিছিয়ে স্থগিত করে ‘যন্ত্রণা’ টিম। সেই মোতাবেক আগামী ১০ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘যন্ত্রণা’ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।

নিজের প্রথম ছবি নিয়ে আশাবাদী এই পরিচালক বলেন, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি, চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।”

নায়ক আদর আজাদের মন্তব্য, “ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে আমি আর প্রকৃতি প্রথমবার একসঙ্গে কাজ করেছি। আশা করছি, আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।’

এদিকে মুক্তির নিরিখে ‘যন্ত্রণা’ হতে যাচ্ছে মানসী প্রকৃতির চতুর্থ সিনেমা। তার ভাষ্য, ‘সিনেমাটির গল্প ও চরিত্র ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে।’

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কণা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা।

সিনেমাটিতে আদর, সায়মা ছাড়া অভিনয় করেছেন মানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d