চট্টগ্রাম

স্বাস্থ্য খাতের উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার

বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন গতকাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সংগঠনের সভাপতি লায়ন দিপক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শান্তনু দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, সহ–সভাপতি ডা. আ ম ম মিনহাজুর রহমান, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ নুপুর কান্তি দাশ, কেন্দ্রীয় ডেন্টাল পরিষদের সভাপতি মোশাররফ হোসেন মোল্লা, মহাসচিব কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান তুষার, সাবেক মহাসচিব হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আমি আশা করি বাংলাদেশ ডেন্টাল পরিষদের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d