হত্যায় জড়িত নয় এমন আসামিদের নাম বাদ দেয়ার সুপারিশ
পেকুয়ায় আওয়ামী লীগ নেতা জাকের হোসেন হত্যায় জড়িত নয় এমন ব্যক্তিদের নাম তদন্তের পর মামলা থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। বুধবার কমিটির সভায় উপস্থিত অফিসার ইনচার্জকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা কামনা করা হয়। বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান বক্তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, টইটংয়ের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামার চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, সাংবাদিক জালাল উদ্দিন, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মো. বেলাল এম ইউপি।
উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম প্রকৌশলী দীপন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা আবু বক্কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জয় প্রকাশ চাকমা, পেকুয়া সদর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি নুরুল আজিম এম ইউপি, বিট কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা ফায়ার ও সিভিল ডিফেন্স কর্মকর্তা তপন বড়ুয়া প্রমূখ।