হরতালে মাঠে নেই বিএনপি, পুলিশের সতর্ক অবস্থান
আজ রোববার ভোর থেকে সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল চলছেও মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মী মাঠে না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অন্যান্য দিনের মতোই রাজধানীতে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে। এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও গণপরিবহন।
মালিবাগ-মৌচাক এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। রাস্তায় রয়েছে পর্যাপ্ত গণপরিবহনও। মৌচাক থেকে কারওয়ান বাজারের দিকে চলাচল করছে আয়াত পরিবহন, লাব্বাইক পরিবহনসহ বেশ কয়েকটি বাস।
এদিকে, হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ এবং র্যাবের সব ইউনিটে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
এর আগে গতকাল (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপির সাথে পুলিশের ব্যাপক সহিংসতা হয়। দফায়-দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ রাজনৈতিক দলের বহু কর্মী আহত হন। পুড়িয়ে দেয়া হয় পুলিশ বক্স, গাড়ি। ভাঙচুর চালানো হয় প্রধান বিচারপতির বাসভবনের গেট, রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স। রক্ষা পায়নি গণমাধ্যমের যানবাহনও। আটক করা হয়েছে বিএনপি’র বেশ কয়েকজন নেতাকর্মীকে।