চট্টগ্রামরাজনীতি

হাছান-নওফেলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

৫ আগস্ট লালদীঘি জেলা পরিষদ মার্কেটের সামনে রবিন নামে ১৪ বছরের এক কিশোর গুলিবিদ্ধের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি করেন রবিনের পিতা বেলাল ভূঁইয়া।

মামলার অন্য আসামিরা হলেন- মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আরশাদুল আলম বাচ্চু, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন, কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর জহুর লাল হাজারী, কাউন্সিলর ওয়াসিম, কাউন্সিলর হারুন,কাউন্সিলর এসরারুল হক, মনোয়ার আলম নোবেল, নুরুল আজম রনি, মাসুদ করিম টিটুসহ ১৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d