চট্টগ্রাম

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান জানান, কাটিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। টপসয়েল কাটার অপরাধে আবু সাইদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত সতর্ক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d