হাতেহাতে টাকা নেওয়া সেই বোর্ড সচিবের বদলি
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিমকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
দায়িত্ব পালনের প্রায় নয় মাসের মাথায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে বোর্ড সচিব রেজাউল করিমকে। ক্ষতিপূরণের নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতেহাতে টাকা নেওয়ার ঘটনায় তিনি বলে হয়েছেন বলে ধারণা বোর্ড সংশ্লিষ্টদের। যোগদানের পাঁচ মাসের মাথায় ক্ষতিপূরণের নামে হাতে হাতে নগদ টাকা নিয়ে সমালোচিত হয়ে দুই দফায় কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন এ কর্মকর্তা।
যোগদানের পাঁচ মাসের মাথায় ক্ষতিপূরণের নামে হাতে হাতে নগদ টাকা নিয়ে সমালোচিত হয়ে দুই দফায় কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন এ কর্মকর্তা। আর সেই ঘটনার জেরেই বদলি হয়েছেন বলেও ধারণা বোর্ড সংশ্লিষ্টদের।
চলতি বছরের ২৬ জানুয়ারি শিক্ষাবোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পান অধ্যাপক রেজাউল করিম। এর আগে তিনি চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে পরীক্ষা নিয়ন্ত্রককে সচিবের দায়িত্ব দেওয়ায় বোর্ডের গুরুত্বপূর্ণ এ পদে কে আসছেন তা জানা যায়নি। যদিও গুঞ্জন রয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হতে জোর তদবির শুরু করেছেন উপ-সচিব মোহাম্মদ বেলাল।